টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের ফাইনালে বাংলাদেশের নারীরা। গেলো বার নেপালকে হারানো সাবিনারা আবারো প্রতিপক্ষ হিসেবে পেলো হিমালয় কন্যাদের।
র্যাংকিং আর প্রতিপক্ষ বিবেচনায় নেপাল এগিয়ে থাকলেও মাঠের খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ।
দলের সিনিয়র ফুটবলারদের একাদশে না রাখার ব্যাপারে কোচ পিটার বাটলারকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এ নিয়ে সাবেকরাও জানালেন মিশ্র প্রতিক্রিয়া।
বুধবার নেপালের দশরত রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সাফে তৃতীয়বার ফাইনালে খেলা টিম বাংলাদেশ কি পারবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে? ফলের অপেক্ষায় ফুটবল ভক্তরা।