বিশ্বের শীর্ষস্থানীয় জনশক্তি রপ্তানিকারক বহুজাতিক প্রতিষ্ঠান ও এজেন্সির কর্মকর্তাদের পদচারণায় মুখর 'হিউম্যান রিসোর্স ফেয়ার- ২০২৪।
সৌদি সরকার আয়োজিত রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এবারের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান।
মেলায় আগত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের দাবি, হিউম্যান রিসোর্স ফেয়ার বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের মতো সৌদি আরবেও দক্ষ শ্রমিকের যথেষ্ট চাহিদা রয়েছে। দেশের দক্ষ জনশক্তি সৌদি আরবে আসলে সফলতা পাওয়ার সম্ভাবনাও বাড়বে বহুগুণে।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৩২ লাখ। দেশটির বিভিন্ন সেক্টরে শ্রমিকের চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত।
সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হলে জনশক্তি রপ্তানিতে এগিয়ে যাবে বাংলাদেশ, বাড়বে রেমিট্যান্সের প্রবাহ। তবে, সৌদি সরকারের আইন মেনে সেখানে কাজ করতে যাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান অংশগ্রহণকারীদের।