বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে নিয়ে 'হিউম্যান রিসোর্স ফেয়ার- ২০২৪' আয়োজন করেছে সৌদি আরব। গেল ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে জনশক্তি রপ্তানিতে গুরুত্ব দেয়ার পাশাপাশি সৌদি সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো।