রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার স্লোগান যখন শহীদ মিনার থেকে বঙ্গভবনের ফটকে পৌঁছায় তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৈঠকে জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন রাষ্ট্রপতিকে অপসারণে ছাত্রনেতাদের দাবির পক্ষে মত দিলেও বিএনপিসহ জাতীয়তাবাদী সমমনা দলগুলো রাষ্ট্রপতি অপসারণে সাংবিধানিক সংকটের আশঙ্কা প্রকাশ করছে।
এমন প্রেক্ষাপটে আজ (সোমবার, ২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির সঙ্গে আলোচনায় অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
বৈঠক শেষে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, 'রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে একমত এবি পার্টি। এক্ষেত্রে উচ্চ আদালতের কাছে থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির অপসারণ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে না।'
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, 'বিএনপিও বলেছে রাষ্ট্রপতির পদে থাকার অধিকার নেই। তবে তার অপসারণ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।'
একই ইস্যুতে বিকেলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই শিক্ষার্থীরা। বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, রাষ্ট্রপতির অপসারণে একমত হয়েছে গণঅধিকার পরিষদ।
এসময় বিএনপিকে সাংবিধানিক সংকটের বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তারা।