দেশে এখন
0

চাঁদপুরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, ৬ জন দগ্ধ

চাঁদপুরে খালাসের সময় তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন শ্রমিকসহ অন্তত ৬ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুরের ডাকাতিয়া নদীর পদ্মা ডিপোর জেটিতে অগ্নিকাণ্ড। নদীতীরে উৎসুক মানুষের ভিড়। আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ডাকাতিয়া নদীর পদ্মা ডিপোর জেটিতে খালাসের সময় সাদিয়া এন্টারপ্রাইজ নামের তেলবাহী একটি জাহাজে জেনারেটর থেকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কেবিন ও ইঞ্জিন রুমে।

জাহাজ থেকে বের হওয়ার সময় দগ্ধ হন শ্রমিকসহ অন্তত ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহাজে মজুদ থাকা তেলের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

গেলো বৃহস্পতিবার প্রায় সাড়ে ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছেড়ে আসে তেলবাহী জাহাজটি। শুক্রবার চাঁদপুরে পৌঁছানোর পর রোববার বিকেলে তেল খালাসের সময় জাহাজটিতে আগুন লাগে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর