ক্রিকেট
এখন মাঠে
0

শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল

সিরিজের শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ক্রিকেটাররা চট্টগ্রামে পাড়ি জমিয়েছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অনুশীলন শুরু হবে ২৭ অক্টোবর।

সিরিজের শেষ টেস্টের জন্য গেলো বৃহস্পতিবার ঘোষিত দলে বাদ পরেছিলেন তাসকিন আহমেদ। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টের দলে ডাকা হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। এছাড়াও ইনজুরিতে বাদ পরেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

তার পরিবর্তে চট্টগ্রামেও অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। ২৯ অক্টোবর সাগরিকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর