চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া চোটে মিরপুর টেস্ট খেলতে পারেননি বাভুমা। যদিও আশা ছিল দ্বিতীয় টেস্টের আগেই মাঠে ফিরতে পারবেন এই ডানহাতি ব্যাটার। সেই আশাতেই দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তিনি।
ঢাকায় রিহ্যাব চললেও খেলার মতো ফিট হননি এই ডানহাতি ব্যাটার। ফলে বাংলাদেশ সফরে আর খেলা হচ্ছে না তার। এ অবস্থায় চট্টগ্রামে আবারও সফররতদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পুরো সিরিজ খেলেছেন বাভুমা। এখনও পাঁচটি টেস্ট বাকি প্রোটিয়াদের। ফাইনালে খেলতে চাইলে ৫ ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে দেশটিকে।