ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে, বাড়ছে দ্বন্দ্ব

বিদেশে এখন
0

দ্বন্দ্ব বেড়েই চলেছে ভারত-কানাডা কূটনীতিকে। কানাডার টরোন্টোতে ভারতীয় দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিখ বিচ্ছিন্নতাবাদীরা। দেশটিতে রয়ে যাওয়া বাকি ভারতীয় কূটনীতিকদের নতুন করে কারও জীবন বিপন্নের কারণ না হতে সতর্ক করেছে ট্রুডো প্রশাসন। দুই দেশের প্রতিই উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছেন ভারতে অবস্থানরত কানাডা-প্রবাসী শিখদের স্বজনরা।

ভারতের শস্যভাণ্ডার খ্যাত পাঞ্জাব রাজ্যে শিখ ধর্মবিশ্বাস ও দর্শনের যাত্রা শুরু হয়েছিল ৫শ' বছরেরও বেশি সময় আগে। দেশটিতে প্রায় দুই কোটির পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ শিখ সম্প্রদায়ের বাস কানাডায়, সংখ্যায় প্রায় আট লাখ।

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এর জেরে কানাডায় অবস্থানরত শিক্ষার্থী ও প্রবাসী ভারতীয় এবং ভারতে তাদের পরিবারের সদস্যদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। দুই দেশের প্রতি উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছেন তারা।

কানাডায় অবস্থানরত প্রবাসী ভারতীয়দের মধ্যে একজন জানান, কানাডায় সামনেই নির্বাচন, আর দুই দেশের কূটনীতিতে ফাটল ধরছে। কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে। এসব ঠিক নয়। এতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস হতে পারে। সন্তান, বাবা-মা সবাই চিন্তিত। এমনিতেই আমাদের সন্তানরা কাজ পাচ্ছে না, কোনো সুযোগ পাচ্ছে না, নানা বাধার সম্মুখীন হচ্ছে।

স্বজনদের মধ্যে একজন জানান, সন্তানরা আমাদের থেকে অনেক দূরে, কানাডায় থাকে। কী কী সমস্যায় তাদের পড়তে হচ্ছে, সারাক্ষণ সে চিন্তা ঘিরে থাকে আমাদের। ভয় হয়।

ভারত থেকে আলাদা হয়ে খালিস্তান নামে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কাজ করছেন কানাডায় বসবাসরত শিখদের একাংশ। খালিস্তানপন্থী শিখ নেতাদের ভারতীয় অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে নিয়ে তাদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীর তকমা দিয়ে থাকে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে কানাডার টরোন্টোতে ভারতীয় দূতাবাস বন্ধের দাবিতে (শুক্রবার, অক্টেবর) সেখানে বিক্ষোভ করেন শিখ বিচ্ছিন্নতাবাদীদের একাংশ।

বিক্ষোভে শিখ বিচ্ছিন্নতাবাদীদের একাংশ। ছবি: সংগৃহীত

শিখ বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একজন জানান, কানাডার সার্বভৌমত্ব, এদেশের বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার প্রতি ভারতকে আমরা হুমকি বলে মনে করি। কানাডার সব নাগরিকের জন্যই ভারত হুমকি। স্থায়ীভাবে এসব দূতাবাস না সরানো পর্যন্ত আমরা থামবো না।

আরও একজন জানান, কানাডা সরকারের চেষ্টা সত্ত্বেও সহিংসতা অব্যাহত থাকবে বলেই আমাদের ধারণা। কানাডা সঠিক ও প্রয়োজনীয় ব্যবস্থাই নিয়েছে। আমরা শুধু চাই এসব পদক্ষেপকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং স্থায়ীভাবে এসব দূতাবাস বন্ধ করতে।

গত বছর জুনে ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। হত্যাচেষ্টার শিকার হন তার বন্ধু মনিন্দর সিংও। কানাডা সরকার এ ঘটনায় সরাসরি ভারত সরকারের দিকে আঙুল তুললেও অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত সরকার দাবি করে, শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে কানাডা।

কানাডার নাগরিকদের মধ্যে একজন জানান, ভারত সরকারের এটাই জাতীয় নীতি। তারা রাজনৈতিক মতবিরোধে বিশ্বাস করে না। ১৯৮৪ সালের পর থেকে সবসময় আর ১৯৮৪ সালে শিখ গণহত্যার আগেও যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক বিরোধিতা তারা দমন করেছে সহিংসতা দিয়ে। একই কাজ এখানেও করছে।

এটা কোনো কূটনৈতিক ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি নয়। কানাডার মতো একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ দেশে নিজেদের স্বৈরাচারী মূল্যবোধ আরোপের চেষ্টা এটি।

গুপ্তচর দিয়ে নিজ্জর হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ভারতের ছয় কূটনীতিককে বহিষ্কারের পর দেশটিতে রয়ে যাওয়া বাকি কূটনীতিকদেরও সতর্ক করেছে অটোয়া। কানাডার মাটিতে নতুন করে কারও জীবন বিপন্নের কারণ না হতেও ভারতীয় কূটনীতিকদের হুঁশিয়ার করার কথা জানিয়েছে ট্রুডো প্রশাসন।

শিখ বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে ১৯৮৪ সালের জুনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে পরিচালিত রক্তক্ষয়ী অপারেশন ব্লু স্টারে প্রাণ যায় প্রায় পাঁচ হাজার মানুষের, যাদের বেশিরভাগই শিখ। ওই বছরই নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন ইন্দিরা, যার ধারাবাহিকতায় মাসব্যাপী শিখবিরোধী দাঙ্গায় বেসরকারি হিসেবে প্রাণ যায় ৮ থেকে ১৭ হাজার শিখের।

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার