অপরাধ ও আদালত
0

কামাল আহমেদ মজুমদারের ৩ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক হত্যায় কাফরুল থানার মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া কাফরুল থানার আরেক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ (শনিবার, ১৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে কামাল আহমেদ মজুমদারকে হাজির করে ইকরামুল হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তিনি। তবে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর