পরিষেবা
অর্থনীতি
0

শাহজালাল বিমানবন্দরে ১ ঘণ্টায় মিলছে ৮৮ ভাগ লাগেজ

গেল বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ যাত্রীকে সেবা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৮৮ শতাংশ যাত্রীর ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে লাগেজ ডেলিভারি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে বছরে প্রায় ৫৫ হাজার ও অভ্যন্তরীণ রুটে প্রায় ৫৩ হাজার ফ্লাইট পরিচালিত হয়। আন্তর্জাতিক রুটে বছরে প্রায় ৯৫ লাখ এবং অভ্যন্তরীণ রুটে প্রায় ২৫ লাখ যাত্রী যাতায়াত করেন। চাহিদা অধিক থাকায় ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে। ২০২৩ সালে প্রায় ১ কোটি ১৭ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, প্রায় ৮৮ শতাংশ যাত্রীর কাছে ১৫ মিনিট থেকে ৬০ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি নিশ্চিত হয়েছে। লাগেজ বহনের সুবিধার্থে বিমানবন্দরে নতুন সংযোজনের পর ট্রলির সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০০টিতে দাঁড়িয়েছে। ক্যানোপি থেকে বের হয়ে বহুতল পার্কিং ও রাস্তার আগ পর্যন্ত ট্রলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিমানবন্দরে আগমন ও বহির্গমন এলাকায় যাত্রীদের তথ্য ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে নতুন করে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যাত্রীদের কথা বিবেচনা করে আগমনি এলাকায় দুটি এবং বহির্গমন এলাকায় তিনটি হেল্প ডেস্কে ৫৪ জন সহকর্মী ২৪ ঘণ্টা বিনা মূল্যে যাত্রীদের বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান করে যাত্রীসেবা দিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন এয়ারলাইনস কর্তৃক যাত্রীদের লাগেজ রেখে আসা বা লেফট বিহাইন্ড রোধে কাজ চলছে। এ লক্ষ্যে যেসব এয়ারলাইন্সের বেশি ‘লেফট বিহাইন্ড’ সেগুলোকে চিহ্নিত করে তাদের আগমনি সিটের ক্যাপাসিটি কমিয়ে এনে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সার্বিক সহযোগিতায় লাগেজ ‘লেফট বিহাইন্ড’ সমস্যায় উন্নতি করা হচ্ছে। এখন লেফট বিহাইন্ডের ৯৯ দশমিক ৮০ শতাংশ লাগেজ যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এর আগে যাত্রীদের সুবিধার্থে ১০টি ফ্রি টেলিফোন বুথ ও ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগমনি যাত্রীদের বিমানবন্দরে অবতরণের পর বিভিন্ন তথ্য সেবা অনলাইনের মাধ্যমে নিতে হয়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি সিমকার্ড না থাকায় যাত্রীরা অসুবিধায় পড়েন। তাই বিভিন্ন কোম্পানি দ্বারা যাত্রীদের ফ্রি ওয়াইফাই ব্যবহার করার ব্যবস্থা হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
নুরুল কবিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: এসবির দুঃখ প্রকাশ, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার

সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

৩০ নভেম্বর থেকে কার্যকর

স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার, ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেল বিমান

৮-১৪ নভেম্বর তিন ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের ফ্লাইট

আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে যাত্রা শুরু করলো ইথিওপিয়ান এয়ারলাইন্স

শাহজালালে টানা তিনদিন ৩ ঘন্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিমানবন্দরে স্বাগত জানান ড. ইউনূস

১-১৪ অক্টোবর তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে