দেশে ফিরেছেন জুলাই আন্দোলনে সৌদিতে গ্রেপ্তার ১০ প্রবাসী

দেশে ফিরেছেন জুলাই আন্দোলনে সৌদিতে গ্রেপ্তার ১০ প্রবাসী | এখন
0

জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার ১০ জন প্রবাসী দেশে ফিরেছেন। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত ঐ বাংলাদেশিরা জমায়েতে অংশ নেন এবং প্রীতিভোজের আয়োজন করেন।

সেখান থেকে ১২ জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর আট মাস জেলখাটা শেষে তারা মুক্তি পান এবং ১০ জন দেশে ফেরেন। আর কাগজপত্রের জটিলতায় থাকায় দু'জন পরে ফিরবেন।

এসময় তাদের মুক্ত করতে ভূমিকা রাখার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তবে আর্থিক সহযোগিতা দাবি করেন প্রবাসীরা।

এএইচ