মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবোটিক সৌরশক্তি পরিচালিত ইউরোপা ক্লিপার মহাকাশযান উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের ফ্যালকন হেভি রকেটে করে কেপ কার্নিভালের কেনেডি স্পেস সেন্টার থেকে।
২০৩০ সালের মধ্যে বৃহস্পতির বলয়ে প্রবেশ করবে ইউরোপা ক্লিপার। ইউরোপার বরফাচ্ছন্ন আবরণের ভেতরে সম্ভাব্য লবণাক্ত সমুদ্র নিয়ে গবেষণার প্রবল ইচ্ছা বিজ্ঞানীদের।