আট মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী জনি কিম এবং রুশ নভোচারী সের্গেই রিঝিকোভ ও অ্যালেক্সেই জুব্রিৎস্কিকে নিয়ে রওনা দেয় রাশিয়া নির্মিত সয়ুজ বুস্টার রকেট।
কাজাখস্তানের রুশ মালিকানাধীন লঞ্চ ফ্যাসিলিটি বাইকোনূর থেকে মঙ্গলবার কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।
তিন ঘণ্টার যাত্রা শেষে পৌঁছান আইএসএসে, যুক্ত হন আগে থেকেই অবস্থানরত আরও সাত মার্কিন, রুশ ও জাপানিজ নভোচারীর সাথে।
ভবিষ্যৎ মহাকাশ অভিযানের প্রস্তুতি ও সংশ্লিষ্ট অন্যান্য গবেষণায় যুক্ত হবেন তারা।