ইউরোপার গবেষণায় মহাকাশযান পাঠিয়েছে নাসা
বৃহস্পতির চাঁদ ইউরোপা নিয়ে গবেষণার জন্য মহাকাশযান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইউরোপা সৌরজগতের সেই উপগ্রহগুলোর মধ্যে অন্যতম, যেখানে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। নাসার মিশন, বরফাচ্ছন্ন এই উপগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, কিংবা ভূগর্ভে সমুদ্র আছে কিনা, তা নিয়ে গবেষণা করা।