ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল ভেঙে দেয়া হয়।
পরে জুলাইয়ে আগস্টের হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই নিয়োগ দেয়া প্রসিকিউশন টিম। এ পর্যন্ত ট্রাইব্যুনালে অর্ধশত মামলার অভিযোগ জমা পড়েছে। যার প্রায় সবগুলোতে প্রধান আসামি শেখ হাসিনা।