১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে পূর্বধলার ধলামূলগাও, জারিয়া ও ঘাগড়া ইউনিয়নের প্লাবিত পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবারসহ চালডাল তেল বিতরণ করা হচ্ছে।
নেত্রকোণার ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দারের নেতৃত্বে শৃঙ্খল পরিবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়।
জানা গেছে, জেলার চারটি উপজেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ২৭ টি ইউনিয়ন প্লাবিত হয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এদিকে নতুন করে জেলা সদরের ৪টি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি জানান, বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। শুকনো খাবারও দেযা হচ্ছে।
ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, এ পর্যন্ত পুর্বধলার তিনটি ইউনিয়নের মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, 'যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনী মানুষের পাশে ছিল আছে থাকবে।' যখন যেখানে যেটির প্রয়োজন পড়বে সেটিই দেখবে বলেও তিনি সকলকে আতঙ্কিত না হয়ে বিপদ মোকাবেলা করার সাহস দেন।