উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হারিকেন হেলেনের আঘাতে বন্যার পরে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

যুক্তরাষ্ট্রে ক্যাটাগরি ফোরের হারিকেন হেলেনের আঘাতে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন ভেসে উঠছে। এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের প্রাণ গেছে হেলেনের তাণ্ডবে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনার স্কুল, পানির প্ল্যান্টসহ অনেক ভবন।

গতকাল (বুধবার,২ অক্টোবর ) পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ লাখের বেশি মানুষ। সুপেয় পানির সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। ১২ লাখ বসতবাড়ি আর ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন।

বন্যায় আটকে পড়া বাসিন্দারা বলছেন, সরকারের পক্ষ থেকে খুব বেশি সহযোগিতা আসেনি তাদের কাছে। তবে হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্তদের ১ কোটি ডলার সহযোগিতা দেয়া হয়েছে।

বুধবার নর্থ আর সাউথ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব উপকূলে হারিকেনের তাণ্ডবে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের প্রাণ গেছে।