স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে রাধানগর পয়েন্টে কয়েকজন দেখতে পান বাজারের পাশে একটি সিলিন্ডারের গুদাম থেকে ধোয়া বের হচ্ছে। পরে নিমিষেই সিলিন্ডার বিস্ফোরক হয়ে আগুন আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিশ্বম্ভরপুর স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে সিলিন্ডার দোকানের মালিক তৈয়বুর রহমানের দাবি, গুদামে ৩হাজার ৮০০টি গ্যাস সিলিন্ডার ছিল।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, ‘রাধানগর পয়েন্ট অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিযন্ত্রণে আনি।