বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

পাকিস্তানকে ৭০০ কোটি ডলারের ঋণ সহায়তার অনুমোদন আইএমএফের

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে ৭০০ কোটি ডলারের ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

জরুরি ভিত্তিতে দেয়া হবে ১০০ কোটি ডলারের ঋণ। ঋণদাতা সংস্থার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

১৯৫৮ সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২০ বারেরও বেশি সময় ঋণ নিয়েছে পাকিস্তান।

আইএমএফ বলছে, নতুন দফায় অনুমোদন দেয়া ঋণ সহায়তা পাকিস্তান কাজে লাগাবে দেশের অর্থনীতি পুনর্গঠনে। বিনিময়ে পাকিস্তানকে পূরণ করতে হবে ব্যয় সংকোচনের নানা শর্ত। গেলো বছরই দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে চলে যায় পাকিস্তান।

এফএস