দেশে এখন
0

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে আহত ১০

৮০ দোকানে আগুন

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা ৮০টির বেশি দোকান পুড়িয়ে দিয়েছে। ঘটনার জেরে এলাকার পরিস্থিতি এখন থমথমে। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ জানিয়েছেন, পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

স্থানীয়রা জানান, গেল বুধবার খাগড়াছড়ি সদরে নিহত মামুন হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে লারমা স্কয়ার এলাকায় বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ চলছিল। হঠাৎ করেই এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজও শোনা গেছে।

এ সময় দুর্বৃত্তরা লারমা স্কয়ার এলাকায় অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও আশঙ্কাজনক ২ জনকে রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানানা, আগুনে ৮০টির মতো দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই সম্পর্কিত অন্যান্য খবর