অপরাধ ও আদালত
0

'ট্রাইব্যুনালের মামলা তদন্ত করে আসামির নাম অন্তর্ভুক্ত ও বাতিল করা হবে'

ট্রাইব্যুনালের মামলা তদন্ত করে আসামির নাম অন্তর্ভুক্ত ও বাতিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। দ্রুত বিচারক নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করার কথাও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, 'ট্রাইব্যুনালের মামলাগুলোতে তদন্ত করে আসামির নাম অন্তর্ভুক্ত করা হবে, বাতিলও করা হবে। পর্যালোচনা করে যেসব আসামিকে রাখা হবে তারাই হবেন মূল আসামি।'

তিনি আরও বলেন, 'দ্রুত বিচারক নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ট্রাইব্যুনালে করা সব মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ৩১টি মামলা হয়েছে।'

এদিন জুলাই-আগস্টে আন্দোলনে হত্যার জন্য শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে ৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর