আইসিসির লেভেল-থ্রির কোচ হলেন মোহাম্মদ আশরাফুল

ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল-থ্রি কোচ হয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হওয়ার কথা বেশ কয়েকবার জানিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে ২০১৩ সালে সবশেষ মাঠে নামেন আশরাফুল। গেলো মার্চে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন এই ডানহাতি। গত বছরই আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন। এবার তাকে সেই স্বীকৃতি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দু'টি ছবি প্রকাশ করেন আশরাফুল। জাতীয় দলের হয়ে আশরাফুল ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৯টি সেঞ্চুরিতে তিনি সাড়ে ৬ হাজারের ওপর রান করেছেন।

এসএস