ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা

বিদেশে এখন
0

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪২ জন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনা হামলার জন্য পশ্চিমাদের সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, কৃষ্ণসাগর বন্দর শহর ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন দুই জন। এরমধ্যেই চলছে দুই পক্ষের হামলা, পাল্টা হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, খারকিভ, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসনে হামলা বাড়িয়েছে তারা।

ইউক্রেনের দাবি, রাশিয়া গাইডেড বোমা ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

ইএ