দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের মসনদে বসার আগে ট্রাম্পের বক্তব্যের ভিডিও এটি। যেখানে ইউক্রেন যুদ্ধের জন্য তৎকালীন বাইডেন প্রশাসনকে দায়ী করে ক্ষমতায় আসলে দ্রুত সংকট সমাধানের আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর হতে চললেও ইউক্রেন ইস্যুতে কোন আশার আলো দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজে জেলেনস্কি-ট্রাম্প একাধিক বৈঠক, কিয়েভের ইউরোপীয় মিত্রদের দেন-দরবার, মস্কোর মন গলাতে আলাস্কায় ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক। কোনো কিছুই থামাতে পারেনি রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা।
সবশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা শান্তি প্রস্তাব দেন ট্রাম্প। এটি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভসহ অন্য মার্কিন প্রতিনিধিরা।
পাঁচ ঘণ্টার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুশ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। জানান, আলোচনা ফলপ্রসূ হলেও, দখল হওয়া ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণের বিষয়ে একচুল ছাড় দেবে না ক্রেমলিন।
আরও পড়ুন:
রুশ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন শান্তি পরিকল্পনার খসড়া বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি। তবে কিছু দফা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে এখনও অনেক কাজ বাকি। ওয়াশিংটন ও মস্কো এ বিষয়ে আলোচনা চলমান রাখবে।’
উশাকভ আরও জানান, ভবিষ্যৎ আলোচনা এগিয়ে নিতে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাবে না মস্কো ও ওয়াশিংটন।
তবে বৈঠকের আগেও ইউরোপের দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দেন পুতিন। জানান, ইউরোপীয়রা যুদ্ধ চাইলে পাল্টা জবাব দিতে প্রস্তত মস্কো। পাল্টা বক্তব্যে জেলেনস্কি জানান, ওয়াশিংটন- মস্কো আলোচনার ওপর ভিত্তি করে নিজেদের অবস্থান জানাবে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘স্টিভ উইকভের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা মস্কো আলোচনার দিকে নজর রাখছি।’
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে হোয়াইট হাউজে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে বিশৃঙ্খলা হিসেবে উল্লেখ করেন তিনি। এসময় বাইডেন প্রশাসনের সমালোচনাও করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাইডেন ইউক্রেন যুদ্ধে তিনশ পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। কিন্তু আমরা এটি মীমাংসা করার চেষ্টা করছি। তবে যুদ্ধ বন্ধ সহজ নয়।’
তবে যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের আলোচনার মধ্যেই নতুন একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। এতে, নতুন করে জাপোরিঝিয়ার আরও ২টি অঞ্চল দখলের দাবি করে ক্রেমলিন।





