কর্পোরেট
0

বন্যার্তদের জন্য ইউনিমেড ইউনিহেলথের ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্যাকবলিত নোয়াখালী জেলার ছয়ানী ইউনিয়নে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করা হয়। গতকাল (শনিবার, ১৪ সেপ্টেম্বর) এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এই মেডিকেল ক্যাম্পে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন শতাধিক বন্যাকবলিত রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে ইউনিমেড ইউনিহেলথ।

স্থানীয় সামাজিক সংগঠন শিখা সংসদ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল। এছাড়া এই আয়োজনে প্রথম আলো বন্ধুসভার স্থানীয় সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে।—সংবাদ বিজ্ঞপ্তি

এসএস