সাবেক এই মন্ত্রী গ্রেপ্তারের পরই আদাবর থানায় আছেন। এই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে। এরপর সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয় বলে জানা গেছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক এই জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা তৃতীয়বার সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক এই মন্ত্রী।