দেশে এখন
2

সাতক্ষীরা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১ কেটি ৬০ লাখ টাকারও বেশি মূল্যের এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ভোমরা সীমান্ত এলাকা হতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা যুবক জাকির হোসেন (৩১) ভোমরার লক্ষীদাড়ী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির দায়িত্বাধীন ২/৩-এস ৭ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতেরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল কৌশলে অবস্থান করে।

এ সময় অভিযানিক দল ওই এলাকা হতে জাকির হোসেনকে আটক করে বিজিবি। পরে তাকে তল্লাশি করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, 'স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর