রাজনীতি
0

অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচন করার আহ্বান মির্জা ফখরুলের

অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দিতে হবে বলেও জানান তিনি।

আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

পরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারত একটা প্রভুত্বমূলক রাজনীতি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথেই ভালো সম্পর্ক যাচ্ছে না দেশটির। যা ভারতের ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভকর নয়।'

প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক সম্মান, মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশ নিয়ে মন্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর