দেশে এখন
0

‘কোনো দল চাঁদাবাজি-দুর্নীতির পুরনো খেলায় মেতে উঠতে চাইলে উচিত জবাব’

ছাত্র-জনতার আন্দোলনকে পুঁজি করে কোনো দল চাঁদাবাজি, দুর্নীতির পুরনো খেলায় মেতে উঠতে চাইলে উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ছাত্র-নাগরিকদের সাথে মতবিনিময় এবং অভ্যুত্থান পরবর্তী করণীয় শীর্ষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত সক্রিয়ভাবে কাজে ফেরারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামে প্রথম বড় সমাবেশ। তাই উৎসাহের কমতি ছিলোনা কারো। বেলা তিনটায় আগে থেকেই ঐতিহাসিক লালদীঘি ময়দানে হাজির হতে থাকেন ছাত্রজনতা।

উঠে আসে আগামীর দেশ ভাবনা, দুর্নীতি, টাকা পাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে করণীয়ের বিষয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ চট্টগ্রামের শিক্ষার্থীরা। এসময় হাসনাত বলেন, ‘পটপরিবর্তন হলেও পুরনো ধাঁচেই পোস্টার সাঁটানো হচ্ছে। কেবল মানুষগুলোর ছবি পরিবর্তন হয়েছে।’ 

এসময় হুঁশিয়ারি দিয়ে এই সমন্বয়ক বলেন, ‘ভিন্ন কোনো দল যদি চাঁদাবাজি, দুর্নীতির পুরনো খেলায় মেতে উঠতে চায় তবে তাদের উচিত জবাব দেয়া হবে।’

হাসনাত বলেন, ‘পুলিশ কখনোই শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বী নয়।’ প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত সক্রিয়ভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

এসময় অন্তর্বতীকালীন সরকারের মেয়াদ নিয়েও বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন। 

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার শেষেই এ সরকার দায়িত্ব ছাড়বে।’

সমাবেশ শেষে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত ছাত্রজনতা।

ইএ