ফেনীতে বন্যায় উদ্ধার কাজ পরিচালনা, ত্রাণ বিতরণ ও সরকার পতন পরবর্তী নানা কার্যক্রমের পর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিনা লাভের বাজার চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্লাটফর্ম 'ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার'।
সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহে এ উদ্যোগ নেয়া হয়েছে। পুরো আয়োজনে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। মুনাফা ছাড়া এ বাজারে প্রথম দিনে চাল, ডাল, মটর, তেল, চিনি, আলু, পেঁয়াজসহ আরও পাঁচ ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
স্থানীয়দের একজন বলেন, ‘সবাই এখান থেকে কিনছে। এরা যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো উদ্যোগ।’
আরেকজন বলেন, ‘যারা আমরা ফেনীবাসি আছি তারা যেন এভাবেই সহযোগিতা করুক।’
উদ্যোক্তারা বলেন, তীব্র রোদ উপেক্ষা করে কাজ করে বিনা লাভের বাজারের মাধ্যমে মানুষের ভালোবাসা পাচ্ছেন তারা। সুশৃঙ্খল পরিবেশে চলছে বাজারের কার্যক্রম।
উদ্যোক্তা ওসমান গণী রাসেল বলেন, ‘যেই দামে পণ্য পাইকারিতে ক্রয় করেছি সেই দামেই ভোক্তাদের পণ্য দিচ্ছি।’
বাজারে যে সবজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে সেগুলো এ বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকায়। বিনা লাভের বাজার থেকে একটি পণ্য সর্বোচ্চ এককেজি করে কেনার সুযোগ রয়েছে।