সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা। এই সুযোগে পণ্যের দর বাড়িয়ে বাড়তি মুনাফার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। এতে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় বানভাসিদের জন্য। এ অবস্থা থেকে উত্তরণে মাঠে নামেন একদল স্বেচ্ছাসেবক। গড়ে তোলেন বিনা লাভের বাজার। কোনো রকম লাভ ছাড়াই যেখানে বিক্রি করা হচ্ছে চাল, ডাল ও সবজিসহ অন্যান্য নিত্যপণ্য।