বানভাসিদের জন্য নিত্যপণ্য দিচ্ছে বিনা লাভের বাজার
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা। এই সুযোগে পণ্যের দর বাড়িয়ে বাড়তি মুনাফার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। এতে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় বানভাসিদের জন্য। এ অবস্থা থেকে উত্তরণে মাঠে নামেন একদল স্বেচ্ছাসেবক। গড়ে তোলেন বিনা লাভের বাজার। কোনো রকম লাভ ছাড়াই যেখানে বিক্রি করা হচ্ছে চাল, ডাল ও সবজিসহ অন্যান্য নিত্যপণ্য।