ফুটবল
এখন মাঠে
0

ব্যালন ডি' অর মনোনয়ন পাচ্ছেন কারা জানা যাবে রাতে

২০২৪ ব্যালন ডি' অরের জন্য মনোনয়ন পেতে যাচ্ছেন কারা? সেটা জানা যাবে আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) রাতে। তবে, তার আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে পুরস্কার পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যামের মতো তারকারা। তালিকায় মেসি, এমাবাপ্পে থাকলেও নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোর।

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অর। বলা চলে, পুরস্কারটিকে নিজস্ব সম্পত্তিই বানিয়ে নিয়েছেন মেসি-রোনালদো। রেকর্ড আটবার ব্যালন ডি'অর গেছে আর্জেন্টাইন মহাতারকার হাতে। তারপরের অবস্থানেই পর্তুগিজ সুপারস্টার।

তবে, ২০২৪ ব্যালন ডি'অর যে তাদের কেউ পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। কারণ পারফরম্যান্স বিবেচনায় বেশ পিছিয়ে দুই অভিজ্ঞ ফুটবলার। তাছাড়া দু'জনের ফুটবল ক্যারিয়ারও অন্তিমলগ্নে।

বুধবারই ব্যালন ডি'অরের জন্য মনোনীতদের তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম একটি জরিপ করেছে। তাদের জরিপে মেসি থাকলেও নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোর।

তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২৬টি গোল ছাড়াও রয়েছে ১২টি অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ আর লা-লিগার মতো টাইটেল। এ কারণেই মৌসুমজুড়ে কার্লো আনচেলত্তির আস্থার প্রতীক ছিলেন এই উইঙ্গার।

পরের অবস্থানেই আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির নাম। ম্যানসিটির হয়ে গেল মৌসুমে গোল করেছেন ১২টি, করিয়েছেন ১৫টি। জাতীয় দলের হয়ে ইউরো তো জিতেছেনই। ইংলিশ ক্লাবে খেলে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ছাড়াও জিতেছেন ক্লাব বিশ্বকাপ।

গোল আর অ্যাসিস্ট প্রথম দুই জনের চেয়ে বেশি থাকলেও তিন নাম্বারে আছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম। বলা যেতে পারে, ২০২৩-২৪ মৌসুমে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছেন ইংলিশ মিডফিল্ডার। ২১ বছর বয়সী ফুটবলারের গোল সংখ্যা ২৭। আর অ্যাসিস্ট ছিল ১৭টি। তার ব্যক্তিগত পারফরম্যান্সে ভর করে চ্যাম্পিয়ন্স লিগ আর লা-লিগার মতো ট্রফি জিতেছে স্প্যানিশ ক্লাবটি।

এ তিনজন ছাড়াও সেরা দশে আছেন লাউতারো মার্টিনেজ, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফোডেনদের মতো তারকা ফুটবলার। আর সেরা বিশে আছে তরুণ লামিনে ইয়ামালের পাশাপাশি এমি মার্টিনেজ, মেসি, আলভারেজ, বুকায়ো সাকাদের মতো বড় নাম।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর