গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

শিগগিরই প্রথম ফ্লিপ ফোন আনবে আইটেল

ফ্লিপ ওয়ান ডিভাইসের মাধ্যমে ফ্লিপ ফোনের বাজারে প্রবেশ করছে সাশ্রয়ীমূল্যের ডিভাইস নির্মাতা কোম্পানি আইটেল। তবে অন্যান্য কোম্পানির ক্ল্যামশেল ডিজাইনের পরিবর্তে এতে কিবোর্ডযুক্ত ট্র্র্যাডিশনাল ডিজাইন দেয়া হয়েছে বলে জানা গেছে।

গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্লিপ ওয়ান ডিভাইসটিতে প্রিমিয়াম লেদার ব্যাক ডিজাইন দেয়া হয়েছে। এর মাধ্যমে ফোনটি আলাদাভাবে গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।

আইটেল জানায়, বর্তমান সময়ে জেন জি থেকে শুরু করে সবাই স্মার্টফোন ব্যবহার করে অনেকটাই বিরক্ত। তবে নতুন এ ডিভাইসটি একেবারেই ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে না। এতে ব্রাউজার ব্যবহার, টেক্সট মেসেজ, কল করার সুবিধাও পাশাপাশি ক্যামেরাও থাকবে।

এছাড়াও ফ্লিপ ওয়ান ডিভাইসে নন-রিমুভেবল ব্যাটারি, গ্লাসের ওপর ডিজাইন করা কিবোর্ড এবং ভারতের ১৩টি ভাষায় ফোন ব্যবহারের সুবিধা থাকবে। তিনটি রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

আইটেলের নতুন এ ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসবে, এর দাম কেমন হতে পারে এবং এর অন্যান্য বৈশিষ্ট্যের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর