আজ (শনিবার, ৩১ আগস্ট) নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট ১-এ বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। সেখানেই আদালত আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।
এদিন অভিযুক্ত আমানা সুলতানার জামিন আবেদন প্রত্যাহার করে নেন অভিযুক্তের আইনজীবী। একইভাবে পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন দাখিল হলেও এদিন এ বিষয়ে কোনো শুনানি হয়নি।
কলকাতা হাইকোর্টে এ আবেদনের শুনানি আগামী ৯ সেপ্টেম্বর। ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশ থেকে পলাতক পিকে হালদার। তাকে জিজ্ঞাসাবাদের পর তার ভাই ও ভাগ্নে- দুই সহযোগীসহ গ্রেপ্তার হন আরও পাঁচজন।
দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত ধারায় তাদের বিরুদ্ধে ২০২৩ সালে ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল হয়। আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়ায় শুরু হবে শিগগিরই।