ফুটবল
এখন মাঠে
0

রোনালদোকে রেখেই নেশন্স লিগের দল ঘোষণা পর্তুগালের

সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ একদম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। আসরে তিনি কোনো গোলের দেখা পাননি। তবে, এই তারকাকে রেখেই নেশন্স লিগের পরের দুই ম্যাচের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দল দিয়েছেন মার্তিনেস। ইউরোর পর ২০২৬ বিশ্বকাপের জন্য 'একটি নতুন চক্র' শুরু করছে তার দল।

সেই নতুন চক্রের অংশ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্তিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা।

বাদ পড়েছেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল।

তিন দিন পর ঘরের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

tech