দেশে এখন
0

বন্যার্তদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি কনসার্ট

দেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। আজ (বুধবার, ২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়েছে এই কনসার্ট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে 'কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' নামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে বিনা পারিশ্রমিকে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিকসহ দেশের জনপ্রিয় ১১টি ব্যান্ড সংগীত পরিবেশন করে।

কনসার্টে অর্জিত পুরো অর্থ বানভাসি মানুষদের জন্য ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা।

দর্শকরা জানান, এই কনসার্টের মাধ্যমে তারা যেমন সুরের সুরের মূর্ছনায় ভেসেছেন তেমনি বন্যার্তদের পাশে থাকতে পেরে উচ্ছ্বসিত তারা।

tech