আজ (বৃহস্পতিবার, ৭ জানুয়ারি) বিকেলে নবনির্বাচিত প্রতিনিধিরা কবর জিয়ারত করেন।
তারা কবরের পাশে দাড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস, এজিএসসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মুনাজাত শেষে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার উপহার। তিনি বেঁচে থাকলেও আমরা দেখা করতাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রিয়াজুল ইসলাম।’
আরও পড়ুন:
পরে তারা ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম।
এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহবান জানানন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম। জগন্নাথে জয়ী পরাজয়ী সবাইকে নিয়ে ছাত্রশিবির কাজ করবে বলেও জানান তিনি।





