অপরাধ ও আদালত
দেশে এখন
0

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (সোমবার ২৬ আগস্ট) রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। এসময় ১৫ পুলিশ সদস্য নিহত হয়। লুটপাট হয় অস্ত্র ও গোলাবারুদ। ভাংচুর-অগ্নিসংযোগ করা হয় পুলিশ ভ্যান ও থানায়। পরবর্তী সময়ে বিকেলে সেনাবাহিনীর একটি দল থানা এলাকায় পৌছে নিহত পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

tech