দেশে এখন
0

রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ড

রাজধানীর নিউমার্কেট থানায় আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ (শুক্রবার, ২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) গুলশান থেকে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি বেশ কিছু মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর