প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হাইপারওএস টু নিয়ে কাজ করছে শাওমি

নতুন ইউজার ইন্টারফেস হাইপারওএস নিয়ে বেশ সক্রিয় শাওমি। প্রতিনিয়ত এতে বিভিন্ন আপডেট যুক্ত করছে চীনের কোম্পানিটি। সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ বেটা থ্রি ভার্সনের হাইপারওএসে নতুন কোডের সন্ধান পেয়েছেন ডেভেলপাররা। সেখানে হাইপারওএস টু সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

শাওমিটাইম টিম হাইপারওএস টু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ এর ওপর ভিত্তি করে হাইপারওএস টু তৈরি করা হবে। শাওমি, রেডমি ও পকোর বিভিন্ন মডেলের স্মার্টফোনে এ ইন্টারফেস ব্যবহার করা হবে।

অ্যান্ড্রয়েড ১৫ বেটা টু ভার্সনের হাইপারওএস ১.৫ সংস্করণে থাকা কোডে নতুন ইন্টারফেসের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে বেটা থ্রি ভার্সনে যে তথ্য পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত যে শাওমি হাইপারওএস টু নিয়ে কাজ করছে। শিগগিরই আরো উন্নত ও ফিচার সমৃদ্ধ হাইপারওএস প্রকাশ্যে আসবে।

প্রাথমিকভাবে শাওমি এমআইইউআই ১৫ ভার্সন উন্মোচনের সিদ্ধান্ত নেয়। তবে এরপর এমআইইউআই ১৫ এর পরিবর্তে হাইপারওএস ওয়ান প্রকাশ করে। হাইপারওএস টু এর তথ্যানুযায়ী, বর্তমানে শাওমি এমআইইউআইয়ের পরিবর্তে বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ করছে।

প্রযুক্তিবিদদের মতে, হাইপারওএস নিয়ে কাজ করার মাধ্যমে শাওমি নতুন সফটওয়্যারের উন্নয়নে কাজ করতে পারবে এবং সব ডিভাইসে উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা পাওয়া যাবে।

tech