প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

গাড়িতে যুক্ত হচ্ছে ইন্টেলের গ্রাফিক্স কার্ড

গাড়ির জন্য আলাদা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্মোচন করেছে ইন্টেল। আর্ক এ৭৬০এ নামে এটি আনা হয়েছে। এর মাধ্যমে গাড়িতে বসে ট্রিপল এ রেটিংয়ের গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। এনগ্যাজেটে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

নতুন এ গাড়ি তৈরিতে কোন কোম্পানি কাজ করবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ২০২৫ সাল নাগাদ নতুন চিপের গাড়িগুলোর বিক্রি শুরু হবে।

বর্তমানে গ্রাহক পর্যায়ে গাড়ি কেনার ক্ষেত্রে এর ভেতরে থাকা বিনোদন ব্যবস্থা বেশি আকর্ষণীয়। আর এ অভিজ্ঞতার উন্নয়নেই নতুন জিপিইউ তৈরি করা হয়েছে বলে ইন্টেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন এ জিপিইউ গাড়ির ভেতরে থাকা সাতটি হাই ডেফিনিশন স্ক্রিন রেন্ডারিং থ্রিডি গ্রাফিক্স এবং ছয়টি ক্যামেরা নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এটি ব্যবহারকারীর ভয়েস, ক্যামেরা ও জেসচার বা অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে।

এগুলোর পাশাপাশি গ্রাফিক্স চিপটি ট্রিপল এ রেটিংয়ের যেকোনো গেম, গাড়িতে থাকা অন্যান্য এন্টারটেইনমেন্ট ফিচার ও অ্যাপ চালাতে পারবে।

ইন্টেল জানায় কোম্পানিটি এখন পর্যন্ত গাড়ির জন্য ৫০০ এর বেশি ফিচার ও এআই অ্যাপ তৈরি করেছে। এছাড়াও ১০০ এর বেশি কোম্পানি গাড়িতে তাদের সফটওয়্যারের পরীক্ষা চালাচ্ছে। ইন্টেল জানায়, এ৭৬০এ আইজিপিইউটি কম্পিউটার প্লাটফর্মেও ব্যবহার করা যাবে।

মার্কিন প্রযুক্তি কোম্পানিটি গাড়ি নির্মাতাদের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মূলত কম্পিউটার চিপ বাজারজাত ও আর্থিক সমস্যার কারণে ব্যবসার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ইন্টেল।

tech