ইউরোপ
বিদেশে এখন
0

আইসল্যান্ডের সুন্ধনুকুর আগ্নেয়গিরিতে আবারো অগ্নুৎপাত

বিপাকে ৪ লাখ অধিবাসী

আইসল্যান্ডের গ্রিন্দাভিক শহরের সুন্ধনুকুর আগ্নেয়গিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই আগ্নেয়গিরি থেকে লাভা আশপাশে ছড়িয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ষষ্ঠবারের মতো লাভা উদগীরণ হলো এই আগ্নেয়গিরি থেকে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ৪০ মিনিটে দেড় কিলোমিটার করে বিস্তৃত হচ্ছে এই আগ্নেয়গিরি। লাভার কারণে বিপাকে পড়েছেন দ্বীপরাষ্ট্রের ৪ লাখ অধিবাসী।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, রিকজানেস উপদ্বীপে দশকের পর দশক এমনকি এক শতকও অব্যাহত থাকতে পারে আগ্নেয়গিরির অগ্নুৎপাত।

tech