বিশ্বের যত আগ্নেয়গিরি আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশিদিন যাবৎ সক্রিয় ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। যা ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরির একটি। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছের শহর সিসিলির কাতানিয়া।
আবারও ফুঁসে উঠেছে ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। বরফ ঢাকা পর্বতের ভেতর দিয়ে উঠে আসছে আগুনের ফোয়ারা। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে গেছে চারিদিক। প্রবল হাওয়ায় আগ্রাসী আকার ধারণ করছে আগুন। জ্বালামুখ থেকে ছিটকে বেরিয়ে আসছে গরম পাথরের টুকরো। সিসিলির উপকূলীয় বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের আশঙ্কা লাভার ফোয়ারা শিগগিরই বিরাট আকার ধারণ করতে পারে। জ্বালামুখের ভেতরে পর পর বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে দাবি ইতালির ভলক্যানোলজিস্টদের। এই অঞ্চলে বিমান চলাচলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে,অব্যাহত অগ্ন্যুৎপাতের মধ্যে মাউন্ট এটনার আগ্নেয়গিরি দেখার জন্য পর্যটকরা ভিড় জমিয়েছেন। সাদা বরফের মধ্যে আগ্নেয়গিরির ছাইয়ের মেঘের কুণ্ডলীর বিরল দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া করছেন না পর্বতারোহীরা।
সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এটনার উচ্চতা প্রায় সাড়ে ৩ হাজার মিটার। সক্রিয় এই আগ্নেয়গিরি চব্বিশ ঘণ্টায় নজরদারিতে রাখা হয়। বছরে বেশ কয়েক বারই লাভা উদগীরণ হয় মাউন্ট এটনার।





