আন্তর্জাতিক বাণিজ্য
0

ভেক্টর গ্রুপ অধিগ্রহণ করবে জাপান টোব্যাকো

যুক্তরাষ্ট্রের অন্যতম টোব্যাকো কোম্পানি ভেক্টর গ্রুপ অধিগ্রহণে সম্মত হয়েছে জাপান টোব্যাকো। সম্প্রতি দেয়া এক ঘোষণায় এ কথা জানায় কোম্পানিটি। অধিগ্রহণের জন্য ২৪০ কোটি ডলার ব্যয় হবে।

জাপান টোব্যাকো মালিকানাধীন একটি কোম্পানি ভেক্টরের শেয়ার ক্রয়ের জন্য টেন্ডার ছাড়বে বলে জানা গেছে। প্রতি শেয়ারের মূল্য ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

অধিগ্রহণটি সর্বসম্মতভাবে ভেক্টর বোর্ডের পরিচালকদের দ্বারা সমর্থিত। এছাড়াও ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়া অর্থবছরের মধ্যেই এ চুক্তি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।

জাপান টোব্যাকোর প্রধান নির্বাহী মাসামিচি তেরাবাকাতে এক বিবৃতিতে বলেন, আমরাও এ অধিগ্রহণের বিষয়ে বেশ উৎসাহী। এটি আমাদের ব্যবসা বিস্তৃতির পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে আমাদের পরিধি বাড়াতে সহায়ক হবে।

tech