দেশে এখন
0

'সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক'

তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, 'সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক'। আজ (রোববার, ১৮ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, 'সাংবাদিকদের মধ্যে আমি কোনো দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা করা হোক। আমরা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। আন্দোলনের সময়কার অনেক তথ্য তখন হয়তো আপনারা প্রকাশ করতে পারেননি। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ।'

নাহিদ বলেন, 'গণহত্যার শিকার অনেকের মরদেহ এখনো হাসপাতালের মর্গে পড়ে আছে। তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। আপনারা এ তথ্যটা প্রচার করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আর যারা আহত আছেন তাদের সঠিক তথ্যটা পেতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা আহতদের পাশে দাঁড়াতে চাই।'

উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা ন্যায় বিচার চাই। যারা অপরাধের সাথে জড়িত ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে আমাদের নির্দেশনা রয়েছে। মামলা হলেও সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে।'

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর