দেশে এখন
0

ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে প্রাথমিক ব্যাখ্যার রিপোর্ট আজ: আইসিটি উপদেষ্টা

ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে প্রাথমিক ব্যাখ্যার রিপোর্ট আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ (সোমবার, ১২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইসিটি উপদেষ্টা বলেন, 'ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে ২৪ ঘণ্টার প্রাথমিক ব্যাখ্যা চেয়েছিলাম। সেটি আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রিপোর্ট পাবো, তখন এ বিষয়ে কথা বলতে পারবো। ইন্টারনেট ব্ল্যাকআউটের সাথে যুক্তদের বিরুদ্ধে আইনীভাবে ব্যবস্থা নেয়া হবে।'

তিনি বলেন, 'ফ্যাসিস্ট সরকারের সাথে যারা অতপ্রোতভাবে জড়িত ছিল। লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং গণহত্যায় যারা মদদ জুগিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এবং যারা বঞ্চিত ছিল, যাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের সেই বঞ্চনার প্রতি ন্যায়বিচার করা হবে।'

মত প্রকাশের স্বাধীনতা রেখে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হবে বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমাদের আজকের আলোচনায় সাইবার সিকিউরিটি আইন, যেটি নতুন করা হয়েছে বা পরিবর্তন হয়েছে, তার যে ধারাগুলো নিয়ে সমালোচনা হয়েছে। সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। আইন মন্ত্রণালয়ের সাথে আমরা এটি নিয়ে বসবো। সাইবার সিকিউরিটি আইন এমনভাবে থাকতে হবে যেন মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই ব্যাহত না হয়। এবং আমরা অতিদ্রুত এই আইন নিয়ে পদক্ষেপ নেবো।'

সংবাদকর্মীদের উদ্দেশ্যে নাহিদ বলেন, 'আপনারা আপনাদের বক্তব্যগুলো লিখিত করবেন সুস্পষ্টভাবে। সবার সাথে আলোচনা করে আমরা সমাধান নেবো, যেন কাজ করার সুযোগ সকলের জন্য নিশ্চিত হয়।'

এছাড়াও সিন্ডিকেট ভাঙতে সকলের সহযোগিতা কামনা করেন এই উপদেষ্টা।

tech