সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন
কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানান বক্তারা। আজ (শনিবার, ১০মে) কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘ছয় দফার সোনার বাংলা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। আমরা সবুজ বাংলার ২০ দফার প্রস্তাব ছিয়েছিলাম, সেটি মানা হয়নি। ফ্যসিবাদের পতনের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে।’

এসময় ‘আল্লাহর দ্বীন চাই, সংবিধানে দ্বীন চাই’ এই স্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন নেতারা।

দিনব্যাপী এই সম্মেলনে সকাল ৮টায় নারীদের এবং বিকেল ৪টায় পুরুষদের জন্য পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়।

এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা অঞ্চলের জোনাল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সম্মেলনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী।

নেতারা বলেন, ‘ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি কর্মীকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও একনিষ্ঠতার মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের পথ সুগম হবে।’

স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আয়োজকরা জানান, দীর্ঘ ১৪ বছর পর এই কর্মসূচির মাধ্যমে কর্মীদের মাঝে আদর্শিক চেতনা ও সাংগঠনিক বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

এসএস