ক্রিকেট
এখন মাঠে
0

পরিবর্তন হতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভাবনায় রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু। সংক্ষিপ্ত বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা।

আসছে অক্টোবরে ১০ দল নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন করা হতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

অবশ্য নির্ধারিত সময়ের আগেই যদি নিরাপত্তা জনিত বিষয়গুলো নিশ্চিত হয় তাহলে বাংলাদেশেই হবে বিশ্বকাপ। তবে অনানুষ্ঠানিকভাবে বিকল্প ভেন্যুর বিষয়টিও ইতোমধ্যেই ভেবে রেখেছে আইসিসি।

ভেন্যু হিসেবে সম্ভাব্য দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। তবে, বিকল্প ভেন্যুর তালিকায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবে আরব আমিরাত।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর