শুক্রবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন। এর ফলে নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটের লড়াইয়ের মাঠে দেখা যাবে কামালা হ্যারিসকেই।
তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দলের টিকিটে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন। সপ্তাহ দু'য়েক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালে কপাল খুলে যায় কামালা হ্যারিসের।
এর পর থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা দৌঁড়ে তিনিই এগিয়ে ছিলেন। ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশন তার হাতে তুলে দেয়া হবে আনুষ্ঠানিক মনোনয়ন।