দেশে এখন
0

শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে: ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (শুক্রবার, ২ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করছেন তিনজন বিচারপতি। জাতিসংঘকে তদন্তের ব্যাপারে স্বাগত জানিয়েছি, তারা চাইলে অংশ নিতে পারবেন।

বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারেও সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে।’ 

হয়রানির স্বীকার না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে সকলকে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হবে এটা জাতি মানতে চায় না।’

রোববার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জানমালের নিরাপত্তা ও সককে বিবেচনায় আনতে হবে।’

ইএ